×

জাতীয়

ঢাকা মেডিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৭ পিএম

ঢাকা মেডিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাসিমা বেগম (৪৮) নামের গৃহিণীর মৃত্যু হয়েছে। ৩ সন্তানের জননী ছিলেন তিনি। গতকালই রক্ত পরিক্ষার পর তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাসিমা কুমিল্লার মুরাদনগর উপজেলার বানসন্দা। সে ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে মিরপুর শ্যাওড়া পাড়ায় বাসা ভাড়া থাকতো। তার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী। নিহতের বড়ভাই হাজী মোঃ মুসলেহ উদ্দিন জানান, নাসিমা ৩/৪দিন ধরে জ্বরাক্রান্ত ছিলো তার। তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিলো। গতকাল শনিবার সেখানে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এরপরে আজ ভোর ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিলো। এর পাশাপাশি নাসিমার কিডনি রোগেও ভুগছিলেন বলে জানান তিনি। হাসপাতাল সুত্র ডেঙ্গু জ্বরে তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App