×

জাতীয়

জননেতা পঙ্কজ ভট্টাচার্যের নাগরিক সম্বর্ধনা আগামী কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম

জননেতা পঙ্কজ ভট্টাচার্যের নাগরিক সম্বর্ধনা আগামী কাল
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী কাল সোমবার তাকে দেয়া হবে নাগরিক সম্বর্ধনা। বিকাল ৪টায় শাহবাগস্থ জাতীয় গ্রন্থাগার (পাবলিক লাইব্রেরী) শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঙ্কজ ভট্টাচার্য ৮০তম জন্মদিন উদ্যাপন নাগরিক কমিটির আহবায়ক ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়, সৈয়দ আবুল মকসুদ, এডভোকেট সুলতানা কামাল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রেজা আলী, মুজাহিদুল ইসলাম সেলিম, হাসানুল হক ইনু এম.পি, শরীফ নুরুল আম্বিয়া, আসাদুজ্জামান নুর সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। প্রসঙ্গত; পঙ্কজ ভট্টচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App