×

বিনোদন

‘চ্যালেঞ্জার’অনুষ্ঠানে আজ প্রথম নারী ট্রেনচালক সালমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪১ পিএম

‘চ্যালেঞ্জার’অনুষ্ঠানে আজ প্রথম নারী ট্রেনচালক সালমা
অবাক হওয়ার মতোই বিষয়! নারীরা চালাচ্ছেন ট্রেন? তাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। কেউ হন বিস্মিত, কেউবা মুগ্ধ। অনেকেই প্রশ্ন করেন, এটা কি সম্ভব? কেউ কেউ জানতে চান, ‘এত সাহস হলো কী করে আপনাদের?’। এই দেশে যখন নারীদের নানা বাধাবিপত্তিতে পড়তে হয়, তখন তাঁরা সাহসের সঙ্গে ছুটে বেড়ান রেলগাড়ি চালিয়ে। ফলে সাধারণ মানুষদের অবাক হওয়ারই কথা। বর্তমানে রেলওয়েতে ট্রেন চালনায় ১৫ জন নারী আছেন। এর মধ্যে সালমা খাতুন বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক। তিনি এখন ঢাকায় লোকোমাস্টার। বাকিরা এখনো সহকারী লোকোমাস্টার। প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুন আজ হাজির হয়েছেন এটিএন বাংলার ‘চ্যালেঞ্জার’অনুষ্ঠানে। মেধা ও যোগ্যতা থাকলে সব বাধা-বিপত্তিই যে মোকাবিলা করা সম্ভব, বাংলাদেশের বিভিন্ন পেশার কর্মজীবী নারীরা তা প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এমন সব নারীদের নিয়েই সাজানো হয় ‘চ্যালেঞ্জার’অনুষ্ঠানটি। শ্রাবণী হালদারের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ লিপি। কুইন রহমানের পরিচালনায় এটি প্রচারিত হবে আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় এটিএন বাংলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App