×

বিনোদন

সুস্মিতা সেন আসছেন বিচারক হয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৯ পিএম

সুস্মিতা সেন আসছেন বিচারক হয়ে
সুস্মিতা সেন আসছেন বিচারক হয়ে

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮ তম আসর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। যার গ্রান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন মিস ইউনিভার্স জয়ী ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন। আগামী ২৩ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিযোগিতার সেরা দশ প্রতিযোগীদের নিয়ে আয়োজিত গ্রান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যান্য বিচারকদের মধ্যে থাকবেন তুতলী রহমান, রুবাবা দৌলা, আতাহার আলী খানসহ দশ জন।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বিচারক হিসেবে থাকবার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক।

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের চেয়ারম্যান রেজওয়ার বিন ফারুক, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ফ্লোরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, ফ্যাশান ডিজাইনার টুটলি রহমানসহ আরও অনেকে।

রিজওয়ান বিন ফারুক বলেন, বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ।এবারের মিস ইউনিভার্স এর প্রতিপাদ্য ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য্য’। একজন আত্মবিশ্বাসী নারীর সকল সৌন্দর্য্য এবং গুণাগুন প্রশংসনীয় এই বিশ্বাসেই ধাবমান হয়েছে এবারের প্রতিযোগিতা।

এরই মধ্যে প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরইমধ্যে আট হাজার প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জানা গেছে, মূল প্রতিযোগিতায় থাকবে গ্রুমিং সেশন। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে আগামী অক্টোবরেরর ২৩ তারিখে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতা মূল আসরে।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠানটি সম্প্রচার করবে চ্যানেল আর টিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App