×

খেলা

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের উল্লাস

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনে বাজিমাত করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডে বাছাইপর্বের ফাইনালে থাইল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার ডান্ডির ফোর্টহিলে অনুষ্ঠিত ফাইনালে টস জয়ী সালমাবাহিনী প্রথমে ব্যাটিংয়ে নেমে সানজিদা ইসলামের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে থাইল্যান্ডের মেয়েরা ৬০ রান তুলতে সক্ষম হয়। হারলেও থাই মেয়েরা প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে বাছাই পর্বের মিশন শুরু করেছিল মেয়েরা। পাপুয়া নিউগিনিকেও ডিএল ম্যাথডে ৬ রানে হারায় টাইগ্রেসরা। স্কটল্যান্ডের বিপক্ষেও বৃষ্টি বাধায় ১৩ রানে জয় পায়। এরপর আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দল পায় ফাইনালের ছাড়পত্র। একইসঙ্গে নিশ্চিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে সিডনিতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট।

গতবারও বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে মেয়েরা। ২০১৪ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলে তারা। এরপর ২০১৬ ও ২০১৮ আসরে বাছাইপর্ব পেরিয়ে পায় মূল পর্বে লড়াইয়ের সুযোগ। এমন সাফল্যে সরাসরি বিশ্বকাপে খেলার দাবিটা জোরাল হলো টাইগ্রেসদের।

বিশ্বকাপ ২০২০ উদ্বোধনের পর ২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App