×

জাতীয়

বিদ্যালয়ে না এসেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০ পিএম

বিদ্যালয়ে না এসেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন
পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও সহকারী শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্কুলে না এসে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ছবি দীর্ঘদিন ধরে পাঠদান না করে স্কুলে অনুপস্থিত থেকে কৌশলে মাসের পর মাস বেতন-ভাতা তুলে নিচ্ছেন। একই কায়দায় বিদ্যালয়ের অফিস সহকারী নজরুল ইসলাম সিকদার হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেন। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা উত্তোলন করে এলেও ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। এ কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান নিম্নমুখী হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. হারুন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষিকার অনুপস্থিত থাকার বিষয়টি এলাকায় জানাজানি হলে কিছুদিন তাকে স্কুলে দেখা যায়। তবে বিদ্যালয়ের অফিস সহকারী নজরুল ইসলাম সিকদার দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়টি এলাকার মানুষের কাছে প্রমাণিত। এ ব্যাপারে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম সিকদার জানান, শিক্ষিকা ও অফিস সহকারীর অনিয়ম সম্পর্কে এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকরা একাধিকবার আমাকে জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিত্য কুমার হাওলাদার জানান, সাবিনা ইয়াসমিন ছবি সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের স্ত্রী। স্কুলে না আসার বিষয়টি সঠিক নয়। তবে অফিস সহকারী নজরুল ইসলাম তিন মাসের অর্জিত ছুটিতে রয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খাঁন জানান, বিষয়টি নিয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ এসেছে। স্কুল পরিদর্শন করে সাবিনা ইয়াসমিনকে ওই দিন পেয়েছি। তবে অফিস সহকারী নজরুল সিকদারকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App