×

অর্থনীতি

পুঁজিবাজারে আগামী সপ্তাহ থেকে ব্যাংকের বিনিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১২ পিএম

বিনিয়োগসীমা অনুযায়ী ব্যাংকগুলোকে আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য উৎসাহ প্রদান ও আহ বান করেছেন বলে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর এই উৎসাহ ও আহবানের সুফল পুঁজিবাজারে আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে বলে মনে করছেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। গত ৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে নিজস্ব কার্যালয়ে সাক্ষাৎকালে এসব জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। ইমন বলেন, বিএসইসি চেয়ারম্যান গত ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি পুঁজিবাজার নিয়ে সজাগ আছেন। সবসময় খোঁজখবর রাখেন। এরই মধ্যে পুঁজিবাজারের চলমান তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে বিনিয়োগসীমা অনুযায়ী বিনিয়োগের জন্য উৎসাহ প্রদান ও আহবান করেছেন। একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে সব পদক্ষেপ নেবেন বলে বিএসইসির চেয়ারম্যানকে আশ্বস্ত করেছেন। বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে ডিএসইর এই পরিচালক বলেন, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বর্তমানে গড়ে বিনিয়োগসীমার ১৭ শতাংশের নিচে বিনিয়োগ রয়েছে। এ ক্ষেত্রে অনেক ব্যাংকের বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আর ওইসব ব্যাংককেই বিনিয়োগের জন্য আহবান করা হয়েছে। ব্লকে লেনদেন ৪০ শতাংশ কম হয়েছে : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬ কোটি টাকা বা ৪০ শতাংশ কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৩৭৮টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৭৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৪২ কোম্পানির ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৪২টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৬৬ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর ব্লক মার্কেটে ২৬ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকা বা ৪০ শতাংশ লেনদেন কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এ ছাড়া এমারেল্ট অয়েলের ৫২ লাখ ৩৭ হাজার টাকার, ফরচুন সুজের ২ কোটি ৮৫ লাখ ৭ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১২ লাখ ১৫ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১০ লাখ ২৯ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকার, মেঘনা লাইফের ৫৩ লাখ ৫ হাজার টাকার, গ্রামীণ ওয়ান স্কিম টু-এর ৯৭ লাখ ৬০ হাজার টাকার, প্রগতি লাইফের ৫২ লাখ ৭০ হাজার টাকার, সায়হাম কটনের ৯ লাখ ৬৪ হাজার টাকার, সুহৃদের ৬২ লাখ ৫০ হাজার টাকার। সিঙ্গারের ১ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৭ লাখ ৯ হাজার টাকার, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩২ লাখ ১২ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ লাখ ২ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৮৮৮ লাখ ৩৫ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭০ হাজার টাকার, আইডিএলসির ৫ লাখ ৩ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১৫ লাখ ২২ হাজার টাকার, নাভানা সিএনজির ২১ লাখ ৩৪ হাজার টাকার, রেনেটার ৩৯ লাখ ১ হাজার টাকার, সিমটেক্সের ৫ লাখ ৬ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৬৬ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৬৫ লাখ ৯৪ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮৪ হাজার টাকার, ফাইন ফুডসের ৭ লাখ ৩৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার, ম্যারিকোর ৭১ লাখ টাকার, প্রাইম ব্যাংকের ৪৬ লাখ ৫০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৬ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ লাখ ২২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৮ লাখ ৩ হাজার টাকার এবং সিনো বাংলার ২১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App