×

জাতীয়

ঢাকার বাইরে এখনো ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে রোগী। গত ৩১ আগস্ট থেকে আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও তা শতকের ঘরেই রয়েছে। তবে সরকারি হিসাব বলছে, ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এলেও এখন পর্যন্ত রাজধানী ঢাকার চেয়ে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। আগস্টের মাঝামাঝি থেকে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ৩১ আগস্ট মোট আক্রান্ত হয় ৭৬০ জন। এর মধ্যে ঢাকায় ৩৪৯ এবং অন্যান্য বিভাগে ৪১১ জন। পহেলা সেপ্টেম্বর মোট আক্রান্ত হয় ৯০২ জন। এর মধ্যে ঢাকায় ৪০৫ এবং অন্যান্য বিভাগে ৪৯৭ জন। ২ সেপ্টেম্বর মোট আক্রান্তের সংখ্যা ৮৬৫। এর মধ্যে ঢাকায় ৩৯৬ ও ঢাকার বাইরে ৪৬৯। ৩ সেপ্টেম্বর মোট আক্রান্ত হয় ৭৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৪৪ ও ঢাকার বাইরে ৪৩৯। ৪ সেপ্টেম্বর মোট আক্রান্তের সংখ্যা ৮২০। এর মধ্যে ঢাকায় ৩৪৫ ও ঢাকার বাইরে ৪৭৫ জন। ৫ সেপ্টেম্বর মোট আক্রান্তের সংখ্যা ৭৮৮। এর মধ্যে ঢাকায় ৩৩১ ও ঢাকার বাইরে ৪৫৭ এবং ৬ সেপ্টেম্বর মোট সংখ্যা ছিল ৭৯৩ জন। এর মধ্যে ঢাকায় ৩২৫ ও ঢাকার বাইরে ৪৬৮ জন। ঢাকার বাইরে কেন রোগীর সংখ্যা বেশি হলো, তা জানতে কাজ করছে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোগীর সংখ্যা বেশি থাকায় ইতোমধ্যেই বরিশাল, কুষ্টিয়া, খুলনায় গিয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। প্রতিনিধি দল সেখানে বোর্ড সার্ভে ও লার্ভার নমুনা সংগ্রহ করেছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা জানান, ঢাকায় আক্রান্তের সংখ্যা কমছে। তবে ঢাকায় কমলেও অন্য বছরগুলোর তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ঢাকার চেয়ে ঢাকার বাইরে যেসব এলাকায় রোগী বেশি সেখানে আইইডিসিআরের প্রতিনিধি দল যাচ্ছে। প্রতিনিধি দল সেখান থেকে তথ্যউপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণ করছেন। ঢাকার বাইরে স্থানীয়ভাবে ডেঙ্গু ভাইরাস ছড়াচ্ছে কিনা বা কোন ধরনের এডিস মশা তা ছড়াচ্ছে, সার্ভের তথ্য বিশ্লেষণে সেই ফলাফল পাওয়া যাবে বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, পহেলা জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ১৪৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৬১৭ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩৩৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৭০৪ জন। আর অন্যান্য বিভাগে ১ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি আছে। রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ১৯২ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App