×

জাতীয়

কাল থেকে সংসদ অধিবেশন শুরু, বিরোধীদলীয় নেতা কে ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫ পিএম

কাল থেকে সংসদ অধিবেশন শুরু, বিরোধীদলীয় নেতা কে ?
আগামীকাল (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৫ টায় অধিবেশন শুরু হবে। বিগত ২১ আগষ্ট রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ ধারায় অধিবেশন আহবান করেন। অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, চীপ হুইপ সহ কমিটির সদস্যদের উপস্থিতিতে অধিবেশনের সময়কাল, প্যানেল স্পিকারসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হবে। এ অধিবেশনের আগে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা কে হবেন তা নিয়ে দলটির মধ্যে জল ঘোলা শুরু হয়েছে। গত ১৪ জুলাই জাপার প্রয়াত চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুর পর চেয়ারম্যান কে হবেন বা বিরোধীদলীয় নেতা কে হবেন তা নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে অন্তদন্দ্ব শুরু হয়। কিছু দিন আগে এরশাদের ভাই জি এম কাদের হন দলের চেয়ারম্যান। সেই সুবাদে তিনিই সংসদীয় বিরোধীদলের নেতা বলে নিজেকে দাবি করেন। কিন্তু গত কয়েক দিন ধরে এরশাদের স্ত্রী রওশন এরশাদ নিজেকে সংসদীয় দলের নেতা বলে স্পিকারের কাছে ও নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠান। আপাতত সংসদে বিরোধীদলীয় নেতার ঘরটি তার দখলে। আসলে কে হবেন বিরোধীদলীয় নেতা তা নিয়ে সকলেই উৎসুক! কাল সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠকে কাকে ডাকবেন স্পিকার সকলের দৃষ্টি সে দিকে। তবে এর আগে জাতীয় পার্টির সংসদনেতা নির্বাচন বিষয়ে রওশন এরশাদ বৈঠক করবেন বলে জানা গেছে। এখানে জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা নিয়ে আলোচনা হবে, যার দিকেই সবার দৃষ্টি। তবে চতুর্থ অধিবেশন স্বল্পকালীন হবে বলে জানা গেছে।অধিবেশনে কাস্টমস বিরসহ ২-৩ টি বিল পাশ ও উত্থাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App