×

খেলা

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ পিএম

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এই অনন্য নজির গড়লেন তিনি। শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে ৪ উইকেট নেন মালিঙ্গা। চারটিই ছিল ভয়ঙ্কর ইয়র্কার। এদিন মালিঙ্গার শিকারে পরিণত হয়ে একে একে সাজঘরে ফেরেন কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেইলর। এর আগে ২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিকটি করেছিলেন মালিঙ্গা। টানা ৩ বলে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুটি হ্যাটট্রিকের মালিক এখন মালিঙ্গা। ওয়ানডেতেও সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক তিনি। ৫০ ওভারের ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক আছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App