×

জাতীয়

অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ছিলেন মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২২ পিএম

অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু। দেশের কিংবদন্তি তুল্য বামপন্থি-প্রগতিশীল নেতা। তিনি দ্বিজাতী তত্ত্বেরভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের স্বৈর শাসকের বিরুদ্ধে সবসময় শক্তিশালী ভুমিকা রেখেছেন।

শুক্রবার বিকালে গণতন্ত্রীপার্টি কাপাসিয়া উপজেলা শাখা কার্যালয়ে ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদের স্মরণে অনুষ্ঠিত এক শোক সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার। পার্টির উপজেলা সভাপতি এম এ গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মোড়ল, মুক্তিযোদ্ধা শেখ গণি, বাদল সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, তৎকালীন ন্যাপের সভাপতি হিসেবে অধ্যাপক মোজাফ্ফর আহমেদ দেশের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যেমন কাজ করেছেন, পাশাপাশি বঙ্গবন্ধুর ৬ দফা দাবিতে গঠিত জাতীয়তাবাদী আন্দোলনেও সমানভাবে শক্তি যুগিয়েছেন। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন তৎকালীন মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্ঠা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App