×

সাময়িকী

শারদাবাহন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

শরৎ ঋতু রানী হয়ে বঙ্গভূমে আসে বর্ষা কালের কান্না রেখে সবুজ ভালোবাসে বর্ষা শেষে নীলাকাশে শাদা মেঘের ভেলা শিউলী-টগর-মালতীতে শরৎ ঋতুর খেলা ভোর-বাতাসে শিশির ভেজা পদ্মরাঙা পায়ে শরৎ আসে শিউলি ডালে গোপাট দিয়ে গাঁয়ে; প্রভাত আলো চুমুর আগে শিউলী ঝরে গেলো ঘাসের শিশির মুক্তো ছোঁবার অবাধ সুযোগ পেলো। বাতাসেরা দোল দিয়ে যায় সবুজ ধানের শীষে কৃষাণবধূর মন ভরে যায় ফসল দিলে দিশে, ঢাকের সুরে শরৎ আসে গ্রাম-গঞ্জের ঘরে মগ্ন সবাই মাতোয়ারা গীতে-কলস্বরে; মৃদু হাওয়া দোল দিয়ে যায় শাদা কাশের ফুলে শরৎ খুঁজি পাখির গানে নদীর কূলে কূলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App