×

সাময়িকী

রমা চৌধুরীর জন্য পঙ্ক্তিমালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

এক. আমার আগুন ভেতরে থাকুক ফুল পাখি সব বাইরে থাকুক সবুজ মাঠে সবুজ থাকুক আমার আগুন আমার থাকুক। বর্ষার জল এমন কি আর! শীতল জলে শীতল থাকুক আমার আগুন আমার থাকুক। দুই. স্বপ্নে শুধু রইলো সে মন- একটি সকাল, চকচকে বন নকশী পাথর আল্পনা ফুল ভাসলো শুধু চোখের দু’কূল। তিন. ফিনিক্স পাখির অদম্য প্রাণ মাখলো বুকে মাটির ঘ্রাণ হয়নি দেখা সুখ মহল রাখলো জমা দুঃখ জল। চার. জীবন যখন মাটির মায়া প্রহর তখন সোনার কায়া সোনার কায়ায় ফোটে ফুল ফুলে মানুষ হয় আকুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App