×

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে সুদক্ষ বৈদ্যুতিক কর্মী তৈরির প্রশিক্ষণ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম

মুজিববর্ষ উপলক্ষে সুদক্ষ বৈদ্যুতিক কর্মী তৈরির প্রশিক্ষণ শুরু
সারাদেশে সুদক্ষ ও প্রশিক্ষিত বৈদ্যুতিক কর্মী তৈরির জন্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করল বিদ্যুৎ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিদ্যুৎ মন্ত্রণালয় সারাদেশে সুদক্ষ ও প্রশিক্ষিত বৈদ্যুতিক কর্মী প্রশিক্ষণের যে সেবা শুরু করেছে তা প্রশংসনীয়। এই প্রশিক্ষণ বৈদ্যুতিকখাতকে আরো শক্তিশালী করবে ও সুদক্ষ কর্মী তৈরি করবে। বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বৈদ্যুতিক কর্মীকে প্রশিক্ষণ দেয়া খুবই সময়োপযোগী প্রকল্প। ভবিষ্যতে আরো প্রকল্প আসছে, দেশটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। দেশ সুদক্ষ কর্মী না পেলে বড় ধরনের সমস্যা হবে। এই সমস্যা যাতে না হয় এ জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, মুজিববর্ষ পালন উপলক্ষে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি। আমরা এমনিতেই প্রশিক্ষণ দিয়ে আসছি। কিন্তু সারাদেশের কর্মীদের একসঙ্গে প্রশিক্ষণ দিতে এটি একটি বড় প্রয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App