×

সাময়িকী

মাসিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১২ পিএম

মাসিমা একদিন সূর্যটা স্থির হয়েছিল- রূপোলি চাঁদটাও তাই, যেমনটা মেঘের গান জলের পরতে পরতে ছুঁয়ে যায় লজ্জাবতির কাঁটা। জানি মৃত্যুর পথ সুদীর্ঘ যেমনটা বর্ষার গান মাদলে মদঙ্গ টুং টাং সুর ভাঁজে হৃদির বান। তবুও কিছু গোলাপের রক্তিম আস্তিন রেখে দিয়েছি পথের মোড়ে মোড়ে একলা পথে তুমি মাড়িয়ে যাবে বলে। জানি একদিন মৃত্যুর পথ এড়িয়ে দাঁড়াবে- সবুজ আঙ্গিনায় সোনালি সূর্যের মতো তারপর ভেসে যাবে পরাজিত একাত্তর হেসে ওঠবে বিবর্ণ বন্ধুর সময় তারপর তুমি আমি আমরা হেঁটে যাবো রূপোলী পথ ধরে আমার সোনার বাংলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App