×

জাতীয়

ভাঙেনি জাপা, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৮ পিএম

ভাঙেনি জাপা, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
জাপা কোনও ভাঙনের মুখে পড়েনি জানিয়ে দলীয় ‘শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে জিএম কাদের এসব কথা বলেন। এসময় তিনি বলেন, যেকোনও ব্যক্তি কোনও ঘোষণা দিলেই তো তা বাস্তবায়ন হয় না। যতটুকু শুনেছি, তিনি নিজে থেকে নিজের কথা বলেননি।’ ‘শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই এ বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, গঠনতন্ত্র ও প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাংগঠনিক নির্দেশেই তিনি চেয়ারম্যানের দায়িত্বপালন করছেন। আর দলের ২৫ জন সাংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ১৩ সাংসদের তাঁকে বিরোধী দলীয় নেতা করার সিদ্ধান্তে সম্মতি আছে। আর এর পরিপ্রেক্ষিতেই তিনি বিরোধী দলীয় নেতা হওয়ার প্রস্তাব পাঠিয়েছেন। বিরোধীদলীয় নেতার পদ পাওয়া প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আমরা যা করেছি তা আইনসম্মতভাবে করেছি। গঠনতন্ত্র মোতাবেক করেছি। কাউকে ছোট করার জন্য করিনি।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের এই কথা বলার সময় উপস্থিত নেতাকর্মীরা জাপা নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় সংবাদ সম্মেলনে সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হাসান বাবলা, মাসুদ উদ্দিন চৌধুরীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বেলা সোয়া ১২টার দিকে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সংবাদ সম্মেলনে রওশনকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন তার অনুগতরা। এরপরই জিএম কাদের তাৎক্ষণিকভাবে পাল্টা সংবাদ সম্মেলন করে নিজের প্রতিক্রিয়া জানালেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App