×

খেলা

বিশ্বকাপের টিকেট পেল টাইগ্রেসরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮ পিএম

বিশ্বকাপের টিকেট পেল টাইগ্রেসরা

ম্যাচসেরা সানজিদা ইসলাম

অস্ট্রেলিয়ায় আগামী ২০২০ সালে বসবে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এ টুর্নামেন্টের আগে বাছাই পর্বে বাংলাদেশ নারী দল তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে।

বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। ফলে দুর্দান্ত এ জয়ে বাছাই পর্বের ফাইনালে ওঠার সঙ্গে মূল আসরের টিকেটও নিশ্চিত করল সালমা খাতুনরা। এমনকি আগামী ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে এ টুর্নামেন্টে নবম দেশ হিসেবে জায়গা পেল বাংলাদেশ। আগেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান,শ্রীলঙ্কা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েষ্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অপর সেমিফাইনালে যারা জিতবে তারা দশম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।

লাল-সবুজের প্রতিনিধিরা সেমিফাইনালে ফর্টহিলে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আয়ারল্যান্ডের অধিনায়ক লরা ডেলানি। তবে টাইগ্রেস বোলার ফাহিমা-সালমার বোলিং তোপের সামনে আইরিশ নারীরা দাঁড়াতে পারেননি। নির্ধারিত ২০ ওভার মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। শুরুতেই ব্যাট হাতে দলীয় ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে আইরিশরা। এরপর ১৩ ওভারে দলীয় ৪৪ রানে ৫ উইকেট খুইয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারা। আইরিশ ইনিংসে বিশের ঘর পেরুতে পেরেছেন দুজন। অধিনায়ক লরা ডেলানি ২৫ রান ও এইমার রিচার্ডসন ২৫ রান। আর প্রেনডারগাস্ট করেন ১০ রান। বাংলার বাঘিনীদের বোলিং আক্রমণের জন্য বাকিরা দুই অঙ্কও ছুঁতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন ফাহিমা খাতুন। ৪ ওভারে ১৮ রান খরচায় তিনি তুলে নেন ৩টি উইকেট। আয়ারল্যান্ডের ৮৬ রানের জবাবে খেলতে নেমে শুরুতে তোপের মুখে পড়েছিল বাংলাদেশও। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায়ও পড়েছিল টাইগ্রেসরা।

তবে সানজিদা ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সানজিদা। এ ছাড়া রিতু মনি ১৫ আর ওপেনার মুরশিদা করেন ১৩ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App