×

জাতীয়

দেশে সাক্ষরতার হার ৭৩. ৯ : গণশিক্ষা প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৯ পিএম

দেশে সাক্ষরতার হার ৭৩. ৯ : গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজ মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশিমক ৯ ভাগে দাঁড়িয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সাক্ষরতার হার ঘোষণা করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সাক্ষরতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০৮ সাল থেকে দেশে নিরক্ষর করার ঘোষণা দেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। তা নিয়ে আরো কাজ করতে হবে। তখন সচিব বলেন, ২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করা হবে। তৃতীয় শ্রেণীর পরীক্ষা থাকবে কি না-এ বিষয়ে সচিব আকরাম-আল-হোসাইন বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পরামর্শে ২০২০ সালে ১০০টি স্কুলে পরীক্ষামূলকভাবে তৃতীয় শ্রেণিতে পরীক্ষা না নিয়ে শ্রেণিভিত্তক মূল্যায়ন করা হবে। এটি সফল হলে ২০২১ সাল থেকে বর্তমানে যেভাবে পরীক্ষা নেয়া হয় সেভাবে নেয়া হবে না। নতুন পদ্ধতিতে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের বছরব্যাপী মূল্যায়ন করা হবে। তা করবেন শ্রেনিকক্ষের শিক্ষকরা। শিক্ষকদের মূল্যায়নেই তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা চতুর্থ শ্রেনিতে উঠবে। আগামী ৮ সেপ্টেম্বর দেশে সাক্ষরতা দিবস পালিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App