×

জাতীয়

এরশাদের আসনে প্রার্থী দিতে রওশনের পার্লামেন্টারি বোর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৫ পিএম

সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে প্রার্থী বাছাই করতে পার্লামেন্টারি বোর্ড গঠন করেছেন ‘স্বঘোষিত’ জাপা চেয়ারম্যান রওশন এরশাদ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইস্যু করা চিঠিতে চেয়ারম্যান হিসেবে নিজের নাম রেখেছেন রওশন এরশাদ। সদস্য সচিব করা হয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে। ১৩ সদস্যের বোর্ডে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নাম রাখা হয়েছে তিন নম্বরে।

চিঠিতে রওশন লিখেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক আসন্ন রংপুর-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার লক্ষ্যে নিম্নলিখিত প্রেসিডিয়া সদস্যদের সমন্বয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করলাম।

পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, আতিকুর রহমান আতিক ও মজিবর রহমান সেন্টু।

গত ৩ সেপ্টেম্বর জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করতে সংসদে চিঠি দেন দলের কয়েকজন প্রেসিডিয়াম সদস্য। পরদিন বুধবার রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য চিঠি দেন পার্টির আরেক অংশের নেতারা। বৃহস্পতিবার তারা রওশন এরশাদের বাসভবনে সংবাদ সম্মেলন করে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন রওশনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App