×

জাতীয়

অনাকাঙ্ক্ষিতদের প্রবেশ নিয়ন্ত্রণে ঘেরা হচ্ছে রেল স্টেশন : রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৯ পিএম

অনাকাঙ্ক্ষিতদের প্রবেশ নিয়ন্ত্রণে ঘেরা হচ্ছে রেল স্টেশন : রেলমন্ত্রী
দেশের কমলাপুর, বিমানবন্দর, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ রেল স্টশনে টিকেটবিহীন অনাকাঙ্ক্ষিতরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য পরিকল্পনা ও প্রকল্প হাতে নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, টিকেট বিহীন এসব অনাকাঙ্খিতরা স্টেশন চত্ত্বর ও ট্রেনের ভিতরে অনেক ধরনের ক্রাইম করে থাকে। এজন্য আমরা স্টেশন চত্ত্বর ঘিরে পাচিল বা বেড়া দেব। যাতে করে চারিদিক থেকে অনাকাঙ্খিতরা স্টেশন চত্ত্বর প্রবেশ করতে না পারে। সেই সাথে নজরদারিও বাড়ানো হবে, প্রবেশ করলে জেল জরিমানা করা হবে। টিকেট চেকারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী আরো জানান, বিশ্বের প্রায় সব দেশের স্টেশন ও রেল লাইন ঘিরে কাটা তারের বেড়া আছে। ভবিষ্যতে আমরা রাজধানীসহ ঘনবসতীপূর্ণ এলাকায় রেল লাইন ঘিরে বেড়ার ব্যবস্থা করবো। যাতে মানুষসহ পশুও প্রবেশ করতে না পারে, এতে দুর্ঘটনাও কমে যাবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে মেটালডিটেকটর বসান হয়েছে, স্ক্যানারও বসনোর কাজ চলছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App