রাজধানীর বনানী উড়াল সড়ক সংলগ্ন রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার নাম ফারহানাজ বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার এসআই আফজাল জানান, রাস্তা পারাপারের সময় ক্যান্টনমেন্ট এলাকায় চলাচলকারী একটি পরিবহনের চাপায় ওই নারী নিহত হয়। নিহতের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।