×

বিনোদন

লন্ডনে ‘মেড ইন বাংলাদেশ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ পিএম

লন্ডনে ‘মেড ইন বাংলাদেশ’
এই সপ্তাহেই টরেন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’-এর ইউকে প্রিমিয়ার হতে যাচ্ছে ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। অক্টোবর ২ থেকে ১৩ পর্যন্ত অনুষ্ঠিত বিএফআই উৎসবে ছবিটি প্রদর্শিত হবে ডিবেট বিভাগে যেখানে ফ্রসোয়াঁ ওজু, অ্যালেক্স গিবনি, টেরেন্স মালিক, আগনেস্কা হল্যান্ড, সিরো গুয়েরা এবং অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাও প্রদর্শিত হবে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের (বিএফআই) সহযোগিতায় ১৯৫৩ সাল থেকে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিপুলসংখ্যক চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সাংবাদিকদসহ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ব্যক্তিত্ব ও তারকাদের উপস্থিতি থাকে বেশ জাঁকজমকপূর্ণ। উৎসবের পরিচালক ট্রিসিয়া টাটল উৎসব-ক্যাটালগের ভূমিকায় বিশেষভাবে চলচ্চিত্রটির উল্লেখ করেছেন। প্রথম ছবি ‘মেহেরজান’ এবং দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’র পর এটি রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভ‚মিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে মেড ইন বাংলাদেশ ছবিতে। সিনেমাটিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। ছবিটি প্রযোজনা করেছে ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান। ২০১৬ থেকে ছবিটির কাজ শুরু করেন রুবাইয়াত হোসেন। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’-এর পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App