×

জাতীয়

বাড়ি ফিরতে গিয়ে হাসপাতালে তিন ভাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৪ পিএম

জুট মিলের কাজ শেষে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিলেন তিন ভাই। মোটর সাইকেলযোগে তিন ভাই মিলে এ মোটর সাইকেলে যাচ্ছিলেন। খানিকদুর গিয়ে আকস্মিকভাবে পেলোডার সাথে প্রচণ্ড ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে তিন ভাই মারাত্মক আহত হোন। তাদের দ্রুত হাসপাতাল ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে খুলনা-যশোর মহাসড়কে নওয়াপাড়া পাঁচ কবর নামক স্থানে। আহতরা হলেন- বড় ভাই রফিকুল ইসলাম(৬২), তার দুই ছোট ভাই ফরিদ(৩৫) ও সুমন(৩০)। এরা হলেন- নওয়াপাড়া রোমান জুট মিলের মালিক মোঃ আলীর তিন সহোদর। আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফরিদকে। অপর দুই ভাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নওয়াপাড়া রোমান জুট মিল থেকে মটরসাইকেল যোগে আজ দুপুরে বাড়ি ফেরার পথিমধ্যে পাঁচ কবর নামক স্থানে পৌছালে একটি পেলোডার বাইপাস থেকে মহাসড়কে ওঠার সময় মটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App