×

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে বোরহানের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৪ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে বোরহানের গান

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শিল্প-সংস্কৃতির অঙ্গনে ব্যাপক প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে শিল্পীরা গান লিখছেন, সুর করছেন, কেউ কেউ গাইছেনও। ‘শোষিত মানুষের কণ্ঠস্বর’ শিরোনামে বঙ্গবন্ধুকে নিয়ে এমনই গান লিখে সুর ও কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ও সাংবাদিক বোরহান বিশ্বাস।

রাজধানীর একটি রেকর্ডিং স্টুডিওতে সম্প্রতি গানটির চিত্রায়ণ করা হয়েছে। গল্পওয়ালার নির্মাণে গানটির ভিডিও সম্পাদনা করেছেন টিডি দীপক। ভিডিওতে বোরহান বিশ্বাসের সঙ্গে মডেল হয়েছেন আল-আমিন খান ও রাফি। গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।

এর আগে দেশাত্মবোধক গান ‘দেশটা মায়ের মতো’, ‘আমার বাংলাদেশ’ ছাড়াও ‘মা’, ‘লোকাল ট্রেন', ‘স্বপ্নের পৃথিবী’, ‘ভালোবাসা এমনই হয়’, শিরোনামে নিজের লেখা ও সুরে গান করেন বোরহান। তার লেখা ‘সোনার বাংলাদেশ’, ‘এলোরে বৈশাখ’, ‘স্বপ্ন ঘুড়ি’, ‘যদি চলে যাবে’, `মন তুই', ‘অফিস কলিগ’ গানগুলো এসময়ের শিল্পীরা গেয়েছেন।

‘শোষিত মানুষের কণ্ঠস্বর’ শিরোনামের গান বিষয়ে বোরহান বিশ্বাস বলেন, আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি মূলত তাদের উদ্দেশ্যেই গানটি নিবেদিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App