×

জাতীয়

নিজেদের সংখ্যালঘু ভাববেন না: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম

দেশের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নিজেদের কে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আপনারা কি এদেশের নাগরিক না? মনে রাখবেন, এ মাটি আপনাদের, এ দেশ আপনাদের। বাংলাদেশ আমাদের সকলের।

আজ বিকেলে গণভবনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ পালে,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুব্রত পাল প্রমুখ।

দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App