×

বিনোদন

জিডি করা প্রসঙ্গে যা বললেন শবনম ফারিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

জিডি করা প্রসঙ্গে যা বললেন শবনম ফারিয়া

শবনম ফারিয়া ‘

জিডি করা প্রসঙ্গে যা বললেন শবনম ফারিয়া

জিডির কপি

‘কে হবে মাসুদ রানা’প্রতিযোগিতার মাধ্যমে মাসুদ রানাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে নানা বিতর্ক তৈরি করেছে এই আয়োজন। এই প্রতিযোগিতার বিচারক হয়েছিলেন শবনম ফারিয়া। তার সঙ্গে আরো ছিলেন শাফায়েত হোসেন রানা, ইফতেখার আহমেদ ফাহমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও জাকিয়া বারি মম প্রমুখ। এখন এই প্রতিযোগিতার জেরেই নিরাপত্তাহীনতায় ভুগছেন শবনম ফারিয়া। অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হুমকিও দেয়া হচ্ছে। তাই রাজধানীর পল্টন থানায় সাধারণ জিডি করেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক। তিনি বলেন, জিডিটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। [caption id="attachment_160826" align="alignnone" width="629"] জিডির কপি[/caption] জিডিতে শবনম ফারিয়া অভিযোগ করে বলেন : সাতদিন আগে তিনি তার ফেসবুকে দেখতে পান আজেবাজে মন্তব্য। চারদিন পর মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামের একটি ফেসবুক আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ অনুষ্ঠানের ছবি পোস্ট করে ও তার ফোন নম্বর ফেসবুকে দিয়ে দেয়। যার ফলে আমার নম্বরে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে। এছাড়া অন্যান্য ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এ ঘটনার কারণে আমার মান-সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরো জানান, তার যে নম্বরে কল দিয়ে হুমকি দেয়া হচ্ছে সেটিই তার একমাত্র ফোন নম্বর। পরিবার থেকে শুরু করে মিডিয়ার বন্ধুদের সঙ্গে তিনি এই নম্বরেই কথা বলেন। কিন্তু নম্বরটি পাবলিক হয়ে যাওয়ার ফলে এত বেশি কল আসছে যে তার কাজ করতেই ঝামেলা হচ্ছে। নম্বরটি এত গুরুত্বপূর্ণ যে বদল করাও সম্ভব নয়। শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে জিডি করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App