×

জাতীয়

সপ্তাহে ৪ দিনের পরিবর্তে ৬ দিন চলবে মৈত্রী এক্সপ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম

সপ্তাহে ৪ দিনের পরিবর্তে ৬ দিন চলবে মৈত্রী এক্সপ্রেস

মৈত্রী এক্সপ্রেস (ফাইল ছবি)

যাত্রীদের চাহিদা উত্তরোত্তর বাড়াতে থাকায় ঢাকা- কলকাতা- ঢাকা চলাচল কারী আন্তদেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেসের চলাচল ৪ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করা হচ্ছে। এছাড়া খুলনা- কলকাতা চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনটির চলাচল ১ দিনের পরিবর্তে ৩ দিন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন গত ৩ থেকে ৮ আগস্ট আমার নেতৃত্বে রেলের একটি প্রতিনিধিদল ভারতীয় রেলমন্ত্রীর আমন্ত্রনে দিল্লি যাই। সেখানে আমরা যাত্রীর চাহিদা বাড়ছে সে কারণে এ দুটি ট্রেনের চলাচল বাড়ানোর প্রস্তাব দিলে ভারতীয় রেলওয়ে তাতে সম্মত হয়।

প্রসঙ্গত: মৈত্রী এক্সপ্রেস বর্তমানে সপ্তাহের শুক্র, শনি, রবি এবং বুধবার সকালে ঢাকা ছেড়ে যায়। ট্রেনটি শনি, সোম,মঙ্গল ও শুক্রবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। এবার থেকে ট্রেনটি সপ্তাহে ৬ দিন (দিন রাতে) চলাচল করবে। আর খুলনা থেকে বৃহষ্পতিবার কলকাতার উদ্দেশ্য ছেড়ে যাওয়া বন্ধন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৩ দিন চলাচলের জন্য ভারতীয় রেলওয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App