×

খেলা

মালিঙ্গার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০২ পিএম

মালিঙ্গার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব
বিশ্বকাপের পরই ওয়ানডে ফরমেটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুর্দান্ত লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ঘরের মাঠে ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডেকে বিদায় বলেছেন তিনি। এর আগে ২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মালিঙ্গা। ক্রিকেটের দুই ফরমেটে বিদায় নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই দারুণ এক রেকর্ডের মালিক হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে পাকিস্তানের শহিদ আফ্রিদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মালিঙ্গা। ডানহাতি এ তারকা পেসারের বর্তমান উইকেট সংখ্যা ৯৯টি। তবে এ রেকর্ড গড়ে স্বস্তিতে নেই মালিঙ্গা। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যে গতিতে টাইগার অলরাউন্ডার এগোচ্ছেন তাতে দ্রচতই মালিঙ্গাকে ছুঁয়ে ফেলবেন তিনি। আফগানিস্তান, জিম্বাবুয়ে আর বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সিরিজে সাকিবের সামনে কমপক্ষে চারটি ম্যাচ। তাই সাকিবের সামনে সুযোগ থাকছে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নিজের নাম পাকাপোক্ত করার। যদিও গত পরশু রেকর্ড গড়ার দিনে শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি মালিঙ্গা। ডি গ্রান্ডহোম, টেইলর ও ড্যারিল মিচেলের তোপে শ্রীলঙ্কার দেয়া ১৭৫ রানের টার্গেট তিন বল হাতে রেখেই টপকে গেছে কিউইরা। তবে ম্যাচ শুরুর আগে ৯৭ উইকেট নিয়ে পাকিস্তানি অল রাউন্ডার শহিদ আফ্রিদির পরে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন মালিঙ্গা। কিউইদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই বল হাতে উইকেট তুলে নেন লঙ্কান অধিনায়ক মালিঙ্গা। তার প্রথম ওভারের ৪র্থ বলে কলিন মুনরোকে শিকার করে স্পর্শ করেন শহিদ আফ্রিদির ৯৮ উইকেটের মাইলফলক। আর ইনিংসের ১৪তম ওভারে কলিন ডি গ্রান্ডহোমকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে বনে যান এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৪টি ম্যাচ খেলেছেন লাসিথ মালিঙ্গা। আর ৭৪ ইনিংসে বল হাতে নিয়ে নিয়েছেন ৯৯টি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট, বোলিং গড় ১৯.৫৩, সেই সঙ্গে ইকনোমি রেট ৭.২৭। সাবেক পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন মালিঙ্গা। আফ্রিদি ৯৯ ম্যাচ খেলে ৯৮টি উইকেট তুলে নিয়েছেন। এই তারকার বোলিং ক্যারিয়ারের ইকনোমি রেট ছিল ৬.৬৩ ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১১ রানের বিনিময়ে ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে ৬.৭৭ ইকনোমি রেট আর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট নেয়া সাকিব খেলেছেন ৭২টি ম্যাচ। নামের পাশে আছে ৮৮ উইকেট। মালিঙ্গাকে ছুঁতে সাকিবের যে খুব বেশি সময় লাগবে তা বলা কঠিন। অন্যদিকে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এই রেকর্ডটা উইন্ডিজ মহিলা দলের অফ স্পিনার আনিসা মোহাম্মদের। তাকে ধরতে মালিঙ্গা বা সাকিবকে আরো কষ্ট করতে হবে। আনিসা উইন্ডিজের হয়ে ১০২ ম্যাচে ১১৫ উইকেট নিয়েছেন। আর তারপরেই দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি। অজিদের জার্সিতে ১০৫ ম্যাচে খেলে ১০৩ উইকেট আছে তার ঝুলিতে। নারী-পুরুষ উভয় তালিকা মিলিয়ে মালিঙ্গা অবস্থান করছেন আনিসা আর পেরির পরে তৃতীয় স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App