×

জাতীয়

রেলওয়েকে ২০ ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৭ পিএম

রেলওয়েকে ২০ ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত
বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশ রেলওয়েকে ২০টি ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত। সেই সঙ্গে রেলকর্মীদের ফ্রি প্রশিক্ষণ ও কর্মশালার উন্নয়নে সহায়তা প্রদান করবে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরের কাগজকে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ভারতের রেলমন্ত্রীর আমন্ত্রণে গত ১ থেকে ৮ আগস্ট পর্যন্ত সে দেশ সফর করেন মন্ত্রী। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ভারতে চলাচলাকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে চারদিনের পরিবর্তে ৬ দিন, দিনে ও রাতে চলাচল করবে। খুলনা থেকে ভারতে যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেসটি একদিনের পরিবর্তে তিনদিন চালাতে রাজি হয়েছে ভারত। সম্প্রতি চীন সফর বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, চীন দ্রুতগামী রেল চলাচলে আমাদের সহায়তা করবে। তাছাড়া পদ্মা সেতু লিংক রেল প্রকল্প দ্রুত শেষ করতে সব ধরনের সহযোগিতাও করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App