×

জাতীয়

প্রবাসে নারী শ্রমিক নির্য়াতনকারীদের বিচার হবে : বায়রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৮ পিএম

প্রবাসে নারী শ্রমিক নির্য়াতনকারীদের বিচার হবে : বায়রা
সৌদি আরবে নারী শ্রমিক নির্য়াতনকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি বেনজির আহমেদ। তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক নির্যাতন বন্ধে ব্যবস্থা নেয়া হবে। নির্যাতন নিয়ে আমরা মন্ত্রণালয়কে জানালে সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা চাচ্ছি, যে নিয়োগকর্তা নারী শ্রমিককে নিয়োগ দিয়েছে নির্যাতনের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বায়রার কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়া ও সৌদি আরবের শ্রম বাজার নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বায়রা সভাপতি । শ্রমিক পাঠানো নিয়ে বেনজির আহমেদ বলেন, আমাদের কোনো সিন্ডিকেট নেই। পরে সিন্ডিকেট হবে কিনা এ বিষয়ে গ্যারান্টি দিতে পারবো না। তবে এটা বলতে পারি এখন কোনো সিন্ডিকেট নেই। এটা একটা বড় সেক্টর সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। ট্রেনিং সেন্টারের মাধ্যমে সিন্ডিকেট করা হচ্ছে এমন প্রশ্নেরর জবাবে তিনি বলেন, এটা নিয়ে সিন্ডিকেট করার কোনো সু্যোগ নেই। একটি পক্ষ হয়ত সিন্ডিকেট করতে চাইছে। তবে প্রধানমন্ত্রীর চাচ্ছেন শ্রম রপ্তানি নিয়ে যেনো কোনো সিন্ডিকেট না হয়। আমরাও এটা চেয়েছি। বায়রার অনৈক্যে ১০ শতাংশ শ্রমিক রপ্তানি কমেছে কিনা জানতে চাইলে সংগঠনটির সভাপতি বলেন, এখন সৌদি আরবসহ অন্য দেশ শ্রমিক নেয়া কমিয়ে দিয়েছে। তাছাড়া মালয়েশিয়ায়ও শ্রমিক নেওয়া বন্ধ আছে ,তাই কমেছে। আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের বড় অর্জন জাপানে শ্রম বাজার রফতানি, এটা প্রাথমিক অবস্থায় আছে। আশা করছি এখানে অনেক দক্ষ শ্রমিক রফতানির সু্যোগ আসবে আমাদের সামনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App