×

খেলা

দুই ম্যাচ জিতে শীর্ষে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে উড়ন্ত সূচনা করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে সোমবার রাতে চতুর্থ দিনেই ২৫৭ রানের বিশাল জয় তুলে নেয় রবি শাস্ত্রীর শিষ্যরা। দ্বিতীয় টেস্টে ভারত দুই ইনিংস ব্যাট করে ৪৭৮ রানের বিশাল টার্গেট দাঁড় করায় উইন্ডিজের সামনে। প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট হওয়া জেসন হোল্ডার বাহিনী গুটিয়ে ২১০ রান তুলতেই। যদিও গতকালই উইন্ডিজ সবচেয়ে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তবে ম্যাচটি বাঁচাতে পারেনি তারা। ভারতের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেন হনুমা বিহারি। বোলিংয়ে প্রথম ইনিংসে হ্যাটট্রিক পাওয়া বুমরাহ দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ৭ উইকেট তুলে নিয়েছেন। আর উইন্ডিজের ব্যাট থেকে দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি হাফসেঞ্চুরি এসেছে। হাফসেঞ্চুরিটি করেছেন শারমারহ ব্রুকস। উইন্ডিজের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার এবং কেমার রোচ। আর এই জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। দুই ম্যাচ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট সংগ্রহ করেছে কোহলি বাহিনী। সমান দুটি করে ম্যাচ খেলে ৬০ পয়েন্ট করে পেয়ে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা রয়েছে যথাক্রমে দুই ও তিন নম্বরে। তিনটি করে ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি তিন দল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এখনো চ্যাম্পিয়নশিপের কোন ম্যাচ খেলেনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের মাধ্যমে আরেকটি মাইলস্টোনে পৌঁছেছেন রেকর্ডবয় বিরাট কোহলি। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের স্থান থেকে সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে জায়গা করে নিয়েছেন কোহলি। ধোনীর নেতৃত্বে ৬০ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। আর কোহলি মাত্র ৪৮টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৮টি টেস্ট ম্যাচ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান কোহলির সমান ৪৮ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন ১৪টি ম্যাচ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল অজিদের ৪৮টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন ২১টি ম্যাচ। আর এখন পর্যন্ত টেস্টে ৫০টির নিচে ম্যাচে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি ম্যাচে জয় তুলে নেয়ার রেকর্ডটাও এখন কোহলির নামের পাশে যোগ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App