×

খেলা

ডাইক-লুসি বর্ষসেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২ পিএম

ডাইক-লুসি বর্ষসেরা

লুসি ব্রোঞ্জ

ডাইক-লুসি বর্ষসেরা

ভার্জিল ভন ডাইক

বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি ও জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এবারের উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। প্রথমবারের মতো কোনো ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া উয়েফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ফরাসি ক্লাব অলিম্পিয়াক লিওঁর ইংলিশ ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ। উয়েফাভুক্ত দেশসমূহের ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরমেন্স বিচার করে এই পুরস্কার দেয়া হয়। ভার্জিল ভন ডাইকের জন্ম ১৯৯১ সালের ৮ জুলাই নেদারল্যান্ডসের ব্রেডাতে। তার পেশাদার ফুটবলের শুরুটা হয় ২০১১ সালে। ক্যারিয়ারের শুরুতে ডাচ ক্লাব গ্রোনিনগেনের হয়ে খেলতেন তিনি। এরপর খেলেছেন যথাক্রমে চেল্টিক ও সাউদাম্পটনে। ২০১৮ সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব সাউদাম্পটন ছেড়ে লিভারপুলে যোগ দেন ভার্জিল ভন ডাইক। গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে তার। ক্লাব ও জাতীয় দল উভয় ক্ষেত্রে দারুণ পারফরমেন্স করেছেন এই ডাচ ডিফেন্ডার। এই সময়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫৯টি ম্যাচ খেলেছেন তিনি। লিভারপুলের গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল ভন ডাইকের। তার অসাধারণ নৈপুণ্যেই টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করতে পেরেছিল অলরেডরা। এ ছাড়া জাতীয় দলের হয়েও সময়টা ভালো কেটেছে লিভারপুল তারকার। তার কারণেই উয়েফা নেশনস লিগের গত আসরে ফাইনালে উঠে নেদারল্যান্ডস। রক্ষণ সামলানোর পাশাপাশি সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে এসময়ে ৯টি গোল করেছেন তিনি। আর অবদান রেখেছেন ৪টি গোলে। একজন ডিফেন্ডারের পক্ষে যা রীতিমতো অভাবনীয়। জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় ২০১৫ সালে। নেদারল্যান্ডসের জার্সিতে এ পর্যন্ত ২৮টি ম্যাচ খেলে ৪ গোল করেছেন তিনি। [caption id="attachment_160522" align="aligncenter" width="700"] লুসি ব্রোঞ্জ[/caption] অন্যদিকে নারীদের বিভাগে উয়েফা বর্ষসেরার পুরস্কার জেতা লুসি ব্রোঞ্জও একজন ডিফেন্ডার। ফরাসি ক্লাব অলিম্পিয়াক লিওঁর হয়ে ২০১৮/১৯ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমের নারীদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছে অলিম্পিয়াক লিওঁ। আর ফরাসি ক্লাবটিকে সেরার মুকুট জয় করাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন লুসি। রক্ষণ সামলানোর পাশাপাশি গত মৌসুমে ক্লাবের হয়ে ২টি গোলও করেছেন তিনি। ২০১৭ সালে অলিম্পিয়াক লিওঁতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এভারটন ও সান্ডারল্যান্ডে খেলেছেন এই ডিফেন্ডার। ইংল্যান্ডের হয়ে লুসি ব্রোঞ্জের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০১৩ সালে। দেশের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন এই নারী ফুটবলার। করেছেন ৮ গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App