×

সাহিত্য

জাদুঘরের নতুন সভাপতি হলেন অধ্যাপক শামসুজ্জামান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০০ পিএম

জাদুঘরের নতুন সভাপতি হলেন অধ্যাপক শামসুজ্জামান খান
বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান। গত ২৯ আগস্ট ২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের পুনর্গঠন করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক শামসুজ্জামান খান রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত একজন গবেষক। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাত্তন অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রাত্তন অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি, স্থাপতি রবিউল হোসাইন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, শেফা-উল-মূলক হাকিম হাবিব-উর-রহমান ফাউন্ডেশনের উপহারদাতা এজাজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুলতানা শফি। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের মেয়াদ ৩ (তিন) বছর বলবৎ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App