×

জাতীয়

আ.লীগের বিদ্রোহীদের শাস্তিমূলক ব্যবস্থা ৮ সেপ্টেম্বর শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫ পিএম

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ব্যবস্থা আগস্ট মাসে স্থগিত ছিলো। বিদ্রোহীদের নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তাদের শোকজ করা হবে। সেপ্টেম্বরের ১৪ তারিখ কার্যনির্বাহী সংসদের সভা হবে। তারপর দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হবে। জাতীয় সম্মেলন নিয়ে কার্যনির্বাহী সভায় আলোচনা হতে পারে। সম্মেলন করা নিয়ে আওয়ামী লীগ প্রস্তুত।

রংপুর ৩ আসনের নির্বাচন নিয়ে ৭ সেপ্টেম্বর সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। একইসাথে কয়েকটি উপজেলা নির্বাচন নিয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাও হবে।

আসামের নাগরিকত্ব সমস্যা নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় ভারত সরকারের সিদ্ধান্ত আমরা যা পেয়েছি তাতে তারা আমাদের আশ্বস্ত করেছে এটা তাদের অভ্যন্তরিন বিষয়। আগেভাগে আমারা এবিষয়ে উদ্বিগ্ন কেনো হবো?

রোহিঙ্গা নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে কাজ করছি। একবার তারা ডেট দিয়ে যায়নি বলে তারা যাবেনা এমনটি ভাবার কিছু নেই।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীম, ধর্মবিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App