×

খেলা

মেসি নাকি অন্য কেউ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

মেসি নাকি অন্য কেউ?

আগামী মাসের ২৩ তারিখ আবার পুরস্কারের যুদ্ধে নামতে যাচ্ছেন ভার্জিল ভন ডাইক, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফার সেরা হওয়ার দৌড়ে লড়ার পর এবার এই তিন ফুটবলার আবার একই মঞ্চে উপস্থিত হবেন। এবার তারা লড়বেন ফিফার সেরা হওয়ার দৌড়ে। রবিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ম্যানস প্লেয়ার অব দি ইয়ার বা ব্যালন ডি’ অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম উঠেছে লিভারপুল, বার্সেলোনা ও জুভেন্টাসের এই তিন সুপারস্টারের। এখন প্রশ্ন জাগছে, মেসি ও রোনালদোকে পেছনে ফেলে কি প্রথমবারের মতো ব্যালন ডি অরের পুরস্কার নিজের ঘরে নিয়ে যেতে পারবেন ভার্জিল ভন ডাইক। নাকি ইতোমধ্যেই পাঁচবার করে ব্যালন ডি অরের পুরস্কার জেতা রোনালদো বা মেসির মধ্য থেকে কেউ একজন রেকর্ড ষষ্ঠবারের মতো জিতে নেবেন ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি। ২০০৮-২০১৭ সাল পর্যন্ত ১০ বারের মধ্যে ১০ বারই মেসি ও রোনালদোর মধ্যে অদলবদল হয়েছে ব্যালন ডি অরের পুরস্কার। তবে গত বছর প্রথমবারের মতো তাদের সেই অদলবদলের প্রথা ভাঙেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। এবার যদি ভার্জিল ভন ডাইক অদলবদলের প্রথা ভাঙতে পারেন তাহলে গত একযুগের মধ্যে মদ্রিচের পর তিনি হবেন দ্বিতীয় ফুটবলার, যিনি ফুটবলের নতুন রাজা হওয়ার গৌরব অর্জন করবেন।

এ ছাড়া পুসকাস অ্যাওয়ার্ডের জন্যও তিনজনের তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে তালিকায় স্থান পাওয়া অপর দুই খেলোয়াড় হলেন- কলম্বিয়ার জুয়ান ফার্নান্দো ও হাঙ্গেরির ড্যানিয়েল জরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App