×

জাতীয়

পুলিশকে টার্গেট করে হামলা, মামলার তদন্তে কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৭ পিএম

রাজধানীতে পুলিশের ওপর সম্প্রতি বোমা হামলার ঘটনা মামলা তদন্ত কাজে সহায়তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত কমিশনার ওবায়দুর রহমান আজ সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম স্বাক্ষরিত এক আদেশে তদন্ত সহায়ক এ কমিটি গঠন করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলামকে সভাপতি ও ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলমকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমপি স্পেশাল এ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্বে উপকমিশনার স্পেশাল এ্যাকশন গ্রুপ), কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্বে উপকমিশনার কাউন্টার টেরোরিজম), সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আ, ফ, ম আল কিবরিয়া (অতিরিক্ত দায়িত্বে উপ কমিশনার সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম), গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাসান আরাফাত, রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম ও মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম সোহাগ। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় পল্টন, তেজগাঁও, শাহাবাগ ও নিউমার্কেট থানায় হওয়া মামলাগুলোর তদন্তে কাজে সহায়তা করবে এ কমিটি।

আদেশে বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কমিটি প্রয়োজনে যে কোন কর্মকর্তাকে সংযুক্ত করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App