×

খেলা

দুশানবেতে অনুশীলনে জেমি ডের শিষ্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮ পিএম

দুশানবেতে অনুশীলনে জেমি ডের শিষ্যরা

দুশানবেতে পৌঁছে বিকেলে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে

কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে রবিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সবাই সুস্থ এবং ফিট আছেন। সেখানকার আটলাস হোটেলে ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বিকেল ৪টায় অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র এক সেশনের অনুশীলন করেই প্রথম প্রস্তুতি ম্যাচ এফসি কুকতোশের বিপক্ষে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় ।

তাজিকিস্তান দক্ষিণ-পূর্ব মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান। দেশটির শতকারা ৯০ শতাংশের বেশি এলাকা পর্বতময়। পামির এবং আলায় দুইটি প্রধান পর্বতমালা। আফগানদের বিপক্ষে ম্যাচটি আগামী ১০ সেপ্টেম্বর হলেও তাজিকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগেই সেখানে গিয়েছেন জামাল-রানারা। সেখানকার বর্তমান তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

যুদ্ধবিধ্বস্ত আফগানরা নিজেদের মাঠে খেলতে পারবে না, ব্যাপারটা অনুমিতই ছিল। অনেক জল্পনা-কল্পনা শেষে গত মাসে তাজিকিস্তানকেই নিজেদের হোমগ্রাউন্ড হিসেবে ঘোষণা দেয় তারা। আফগানদের মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার স্থানীয় দল এফসি কুকতোশের পর ৫ সেপ্টেম্বর জামালদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিএসকেএ পামির।

লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ে দ্বিতীয় ধাপে উন্নীত করে লাল সবুজের প্রতিনিধিরা। এবার ‘ই’ গ্রুপে জেমি ডের শিষ্যদের লড়াইটা হবে র‌্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে এগিয়ে থাকা আফগানিস্তান, ভারত, কাতার এবং ওমানের সঙ্গে। যার শুরুটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

শক্তিশালী আফগানদের র‌্যাঙ্কিং ১৪৯ বিপক্ষে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৮২। কৌশলটা এবারো রক্ষণাত্মকসহ প্রতি-আক্রমণের হবে সেটা দলের ফুটবলারদের অবস্থান দেখে কিছুটা আঁচ করা যায়। চ‚ড়ান্ত দলে ৭ জন ডিফেন্ডার আছেন। দলের প্রত্যেক পজিশনকেই গুরুত্ব দিয়ে ১০ সেপ্টেম্বরের ম্যাচে মুখোমুখি হতে চান জেমি। দলের সব পজিশনে ভালো প্রস্তুতি নেয়া হচ্ছে। সব পজিশনের সেরা ফুটবলারদের সমন্বয় করার চ্যালেঞ্জ আমাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App