×

খেলা

টাইগাররা চট্টগ্রামে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৬ পিএম

টাইগাররা চট্টগ্রামে

ছবি: সংগৃহীত

সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল বিকেল ৫টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে রওনা হন সাকিব আল হাসানরা। প্রায় পৌনে এক ঘণ্টারও কম সময়ের বিমান ভ্রমণ শেষে চট্টগ্রামের হজরত শাহ আমানত বিমানবন্দর থেকে জাতীয় দলের বহরের ঠিকানা র‌্যাডিসন ব্লু হোটেলে। সেখানে আফগানিস্তানও আগে থেকেই অবস্থান করছে। আজ সকালে প্র্যাকটিস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবদের। বলার অপেক্ষা রাখে না, হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট এই প্রথম বন্দরনগরীতে পা রাখছেন। সঙ্গে আছেন টাইগারদের নতুন ফিজিও ক্যালেফাতোও। এই চট্টগ্রাম টেস্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের কোচ হিসেবে এই দক্ষিণ আফ্রিকানদের বাংলাদেশে কোচিং ক্যারিয়ার। তিন দিনের অনুশীলন শেষে ৫ থেকে ৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে রশিদদের মুখোমুখি হবে রাসেল ডোমিঙ্গর শিষ্যরা। এদিকে নিজেদের ঝালিয়ে নিচ্ছে রশিদ খানের নেতৃত্বে আসা দলটি বিসিবি একাদশের বিপক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে।আর টাইগারদের ঢাকার মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে আগেই। নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টের অধীনে ব্যাটিং- বোলিং স্কিল ট্রেনিংও হয়েছে এক সপ্তাহের বেশি সময় ধরে। এর বাইরে দু’দিনের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও শেষ। ১৫ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ^কাপের পর দীর্ঘ বিশ্রামের পর সাকিব আল হাসানের সঙ্গে দলে আরো ফিরেছেন লিটন দাস। তবে বিশ্রামের জন্য তামিমের সঙ্গে দলে নেই পেসার মোস্তাফিজুর রহমানও। তিন পেসারের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, দুই ডানহাতি স্পিনার মিরাজ এবং নাঈম হাসান। এখন অপেক্ষা আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App