×

সাহিত্য

জঙ্গিবাদবিরোধী নাটক ‘রেনুলতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ পিএম

জঙ্গিবাদবিরোধী নাটক ‘রেনুলতা’

‘রেনুলতা’ নাটকের একটি দৃশ্য

জঙ্গিবাদের নির্মমতায় সারাদেশ ভাসছে কান্নার নোনাজলে। ভয়াল সেই আগ্রাসনের থাবা শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বেই বিস্তৃত হয়েছে। আর এই জঙ্গিবাদের বিরুদ্ধেই মানবতার জয়গান গেয়েছেন কিছু মানুষ। এমন গল্প নিয়েই শিল্পকলা একাডেমিতে জঙ্গিবাদবিরোধী নাটক ‘রেনুলতা’ মঞ্চায়ন করেছে নাটকের দল ইউনিভার্সেল থিয়েটার।

সোমবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের নিয়মিত প্রযোজনার দ্বিতীয় প্রদর্শনী।

আবুল হোসেন খোকন রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমী ইসলাম,শওকত আলী মনসুর,আবুল হোসেন খোকন, মাজহারুল হক পিন্টু,অধরা,কানিজ সুলতানা,মিরাজ আহমেদ,শাহরিয়ার খান সাদ, রুবেল চৌধুরী, মোহাম্মদ রাসেল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App