×

জাতীয়

চট্টগ্রামে ‘ঝামেলাপূর্ণ’ অভিযানে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পিএম

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলমান ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনী।

এ সময় একটি ১০ তলা, দুটি ৬ তলা, একটি ৫ তলা, দুটি ৩ তলা ভবনসহ পাকা, কাঁচা-পাকা ও টিনশেডসহ ৫০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমেদ মহিউদ্দিন ভোরের কাগজকে বলেন, সকাল ১১ থেকে আমাদের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয় যা বিকেল ৩টা পর্যন্ত চলে। তিনি আজকের (গতকাল) এই উচ্ছেদ অভিযান বেশ ঝামেলাপূর্ণ ছিল বলে জানান। এতে বহুতল ভবনসহ প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App