×

খেলা

ইংল্যান্ডের মান রাখলেন কন্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪ পিএম

ইংল্যান্ডের মান রাখলেন কন্তা

ইউএস ওপেন ২০১৯ এ তৃতীয় রাউন্ড পর্যন্ত অভিজ্ঞ টেনিসারদের আধিপত্যই ছিল। কিন্তু রবিবার রাউন্ড ষোলতে এসে রং পাল্টে গেছে আসরটির। ঘটেছে বেশ কয়েকটি অঘটন। সিনসিনাটি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আমেরিকান টেনিসার মেডিসন কিস ও ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান টেনিসার অ্যাশলে বার্টি রাউন্ড ১৬ থেকেই ছিটকে গেছেন। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা চাইনিজ টেনিসার ওয়াং কুইংয়ের বিপক্ষে সরাসরি ৬-২, ৬-৪ সেটে হেরে যান র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বার্টি। ইউএস ওপেনের এবারের আসরে সবচেয়ে বড় অঘটনের ঘটনা এটিই। বার্টির বিপক্ষে জয়ের মাধ্যমে নিজের টেনিস ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্রান্ডস্লামের কোয়ার্টার ফাইনালের টিকেট পেলেন ওয়াং কুইং। এর আগে ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন ওপেনের তৃতীয় রাউন্ড পর্যন্ত উঠলেও রাউন্ড ষোলর বাধা পেরতে পারেননি তিনি। অন্যদিকে সিনসিনাটি ওপেনের চ্যাম্পিয়ন মেডিসন কিস ৭-৫, ৬-৪ সেটে হেরে যান ইউক্রেনের টেনিসার এলিনা ভিতোলিনার বিপক্ষে। ভিতোলিনা এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনের পর দ্বিতীয়বারের মতো কোন গ্রান্ডস্লামের কোয়ার্টার ফাইনালের টিকেট পেলেন। তবে মেয়েদের এককে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছেন ২৩ বারের গ্রান্ডস্লামজয়ী সেরেনা উইলিয়ামস। ক্রোয়েশিয়ান টেনিসার পেটরা মার্টিককে সরাসরি ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। এবারের আসরে মোট পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই প্রতিপক্ষকে সরাসরি সেটে হারিয়েছেন সেরেনা। তা ছাড়া ইংল্যান্ডের সাবেক নাম্বার ওয়ান টেনিসার জোহান্না কন্তা প্রথমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছেন। ২০১৬ সালে শেষবারের মতো রাউন্ড ষোলতে উঠেছিলেন তিনি। কিন্তু এরপর ইউএস ওপেনের আরো তিনটি আসরে অংশ নিলেও একবারো প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেননি।

অন্যদিকে ছেলেদের এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ সুইস টেনিসার স্টান ওয়ারিঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে রাউন্ড ষোল থেকেই বিদায় নিয়েছেন। ২০০৬ সালের পর এবারই প্রথমবারের মতো ইউএস ওপেনের রাউন্ড ষোল থেকে ছিঁটকে গেলেন তিনি। দিনের অন্য ম্যাচে ছেলেদের এককে জয় পেয়েছেন সাবেক এক নাম্বার টেনিসার রজার ফেদেরার। জার্মানের ডেভিড গফিনকে ৬-২, ৬-২, ৬-০ সেটে হারান তিনি। তা ছাড়া সিনসিনাটি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়ান টেনিসার ড্যানিয়েল মেদভেদেভ জার্মান টেনিসার ডমিনিক কোয়েপফারকে ৩-৬, ৬-৩, ৬-২, ৭-৬ (৭-২) সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App