×

তথ্যপ্রযুক্তি

৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসছে শাওমি’র মি এ 3

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪ পিএম

৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসছে শাওমি’র মি এ 3

অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপের সর্বশেষ স্মার্টফোন মি এ3 নিয়ে আসার ঘোষণা দিয়েছে শাওমি। বিশ্বের ১ নাম্বার অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন মি এ2’র সফল উত্তরসূরি হিসেবে এটি বাজারে আসছে।

মি এ৩ তে কিছু পরিবর্তনের মাধ্যমে মি এ সিরিজের ডিজাইনে পরিবর্তন আসছে। যেসব ফাংশনাল অ্যাস্পেক্ট মি এ2 কে এই সেগমেন্টে অন্যতম সেরার অবস্থান দিয়েছিলো, সেগুলো ঠিক রেখেই মি এ৩-এর ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। মি এ3 তে রয়েছে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬৬৫ চিপসেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৪০৩০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার। মি এ সিরিজের অন্যান্য ফোনের মতোই মি এ3 গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্ট এবং অ্যান্ড্রয়েড ৯ পাই দ্বারা পরিচালিত।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘মি এ৩ নিয়ে আসার মাধ্যমে আমাদের মি ফ্যানদের কাছে অসাধারণ সব ফিচার সমৃদ্ধ আরো একটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। অনন্য সব নতুন উদ্ভাবনী ফিচারের মি এ3-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সরসমৃদ্ধ ট্রিপল রেয়ার ক্যামেরা, সেই সাথে রয়েছে চমৎকার ডিজাইন। আমরা আশাবাদী যে, আমাদের মি ফ্যান এবং বাংলাদেশী ব্যবহারকারীরা মি স্টোরে এসে নতুন মি এ3 এর অসাধারণ অভিজ্ঞতা লাভ করবেন।”

নতুন সব অনন্য উদ্ভাবনী ফিচারের মি এ3 এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সরসমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ডেপ্ট সেন্সর রয়েছে। মি এ3 তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১৫ দশমিক ৬ সেন্টিমিটার (৬.০৮ ইঞ্চি) সুপার অ্যামোলেড ডিসপ্লেতে গাঢ় কালো রংসহ বেশকিছু রং ব্যবহার করা হয়েছে। অক্টা-কোর চিপসেটটি ৪ জিবি এলপিডিডিআর ৪ এক্স র‍্যাম রয়েছে। মি এ3 তে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App