×

খেলা

স্পিনে দিশেহারা কাবুলিওয়ালারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭ পিএম

স্পিনে দিশেহারা কাবুলিওয়ালারা

জাতীয় দলের বেশ কয়েকজন পুরনো খেলোয়াড় ও যুব দলের খেলোয়াড় নিয়ে গঠন করা বিসিবি একাদশ রবিবার দুদিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় সফরকারী আফগানিস্তান একাদশের বিপক্ষে। ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। রবিবার প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে আফগানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইনসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরান দুজনই হাফসেঞ্চুরি তুলে নেন। হাফসেঞ্চুরি পূর্ণ করার পর মাঠ থেকে বেরিয়ে যান তারা। এরপর ব্যাটিংয়ে আসেন জাবেদ আহমাদী ও রহমত শাহ। কিন্তু তারা দুজনই দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই আউট হয়ে যান। ম্যাচের প্রথম দিকে বিসিবি একাদশের বোলাররা উইকেট তুলে নিতে না পারলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কাবুলিওয়ালাদের ৬টি উইকেট তুলে নেন তারা। রশিদ খানের দলের প্রথম উইকেটের পতন হয় ১৩১ রানের মাথায়। এরপর দলের রানের খাতায় ১০০ রান যোগ করার আগেই ৬টি উইকেট হারায় তারা। এর মধ্যে ৪টি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন যুব দলের অফ স্পিনার আল আমিন। বাংলাদেশের ক্রিকেটপাড়ায় ব্যাটসম্যান হিসেবে বেশি পরিচিত আল আমিন রবিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বোলিংয়ে দারুণভাবে জ¦লে ওঠেন। আর অন্য দুটি উইকেট পেয়েছেন সুমন খান। গতকাল ম্যাচটিতে জাতীয় দলের সাবেক খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছিলেন নাঈম ইসলাম, নুুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন লিখন। জাতীয় দলের পুরনো খেলোয়াড়দের দলে যুক্ত করার উদ্দেশ্য মূলত ছিল তাদের পরীক্ষা করা। টসে হেরে প্রথমে বোলিং পাওয়ায় নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ পান লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ১৯ ওভার করে মোট ৬৮ রান খরচ করেন তিনি। কিন্তু উইকেটের দেখা পাননি ২০১৫ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলা এই লেগ স্পিনার। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে টাইগাররা যে আফগানদের স্পিনে ঘায়েল করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App