×

জাতীয়

সাংবাদিকদের প্রশ্নে তেড়ে এলেন কাউন্সিলরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২ পিএম

https://www.youtube.com/watch?v=uJ1iMTXHQl4
বাজেট চলাকালীন সাংবাদিকরা প্রশ্ন করায় তাদের দিকে তেড়ে আসেন কয়েকজন কাউন্সিলর। তারা অনেকটা মারমুখী হয়ে উঠেন। এতে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠে। শুরু হয় হৈ হট্টগোল। এক পর্যায়ে মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আজ রবিবার (১ সেপ্টেম্বর) মেয়র হানিফ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। বিগত ও চলামান সময়ে ডেঙ্গু মশা নিধনে কাউন্সিলদের ভূমিকা একেবারেই কম দেখা যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন গোপীবাগ ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সুলতান মিয়া, মাদারটেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেন সহ আরো কয়েকজন কাউন্সিলর। এ সময় হৈ হট্টগোলের সৃষ্টি হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২০১৯-২০ অর্থবছরের মশক নিধনের কাজে মোট বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা। গত বছর যা ছিল ১৯ কোটি ৫২ লাখ টাকা। এছাড়া মশক নিধনে ৫ বছর মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App