×

জাতীয়

বিমানবন্দরে বাবুস সালাম মার্কেটে হামলা, আহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১ এএম

বিমানবন্দরে বাবুস সালাম মার্কেটে হামলা, আহত ৩
বিমানবন্দর গোল চত্বরের পূর্ব পাশে বাবুস সালাম মসজিদ মার্কেট দখলে সন্ত্রাসী হামলায় নাজমুল হোসেন ভূঁইয়াসহ ৩ ব্যবসায়ী আহত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কেটের ব্যবসায়ী মোবারক হোসেন ভোরের কাজ কে বলেন, বাবুস সালাম মসজিদ মার্কেটি মসজিদ ওয়াকফো কমিটি দেখভাল করে। আজ রবিবার সকালে মহানগর আওয়ামী লীগের উত্তরের সহ-সভাপতি মফিজ ব্যাপারী ও ও তার ছেলে স্থানীয় কাউন্সিলর নাঈম সন্ত্রাসী বাহিনী নিয়ে নিয়ে মার্কেটের দোকানগুলো দখল নেওয়ার চেষ্টা করে। তারা হকিস্টিক ও পিস্তল নিয়ে হামলা চালায়। হামলায় ব্যবসায়ী নাজমুল হোসেন ভূঁইয়া ও তিন নারী গুরুতর আহত হয়। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নাজমুল অবস্থা গুরুতর। তিনি আরো বলেন, মার্কেটের দশটি দোকান থেকে মাসে ১০ লাখ টাকা ভাড়া আসে। এই টাকা কাকে দেওয়া হবে এ নিয়ে কোর্টে মামলাও চলছে। এ অব্স্থায় আজকে হামলা ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি নুরে ই আজম ভোরের কাগজকে বলেন, আগে মার্কেটটি রতন সাহেব দেখভাল করতেন, পরে প্রিন্স সাহেব নামে আরেকজন মার্কেট দেখভালের দায়িত্বে ছিলেন। বর্তমানে স্থানীয় কাউন্সিলর নাইম নিজস্ব লোক দিয়ে মার্কেট পরিচালনা করছিলেন। আজ সকালের নাঈম মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে আসেন প্রিন্স সাহেব। এসময় মার্কেট পরিচালনার দায়িত্ব নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App