×

খেলা

গোল বাতিলে চুমু ফেরতের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ পিএম

গোল বাতিলে চুমু ফেরতের দাবি

গোল করার পর গ্যালারিতে দৌঁড়ে গিয়ে বান্ধবীকে চুমো দেন ওয়ান্ডারসন ক্রিস্টালদো

টাকা পয়সা ফেরত নেয়ার কথা হারহামেশাই শোনা যায়। তাই বলে চুমু ফেরত! এমনটিও কি হতে পারে? শিরোনাম শুনে হয়তো পাঠকরা বিস্মিত হতেই পারেন। কিন্তু বুলগেরিয়ান ফুটবলার ওয়ান্ডারসন ক্রিস্টালদোর বিরুদ্ধে এমন অদ্ভূত দাবিই তুলেছেন ফুটবলপ্রেমীরা।

কয়েকদিন আগে বুলগেরিয়া লিগের একটি ম্যাচে স্লাভিয়া সোফিয়ার মুখোমুখি হয় ক্রিস্টালদোর ক্লাব লুডুগোরেটজ। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় সতীর্থের পাস থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে আলতো ছোঁয়ায় সেটিকে জালে পাঠান ক্রিস্টালদো। আর সঙ্গেই সঙ্গেই দেন ভোঁ-দৌড়।

মাঠের এডভারটাইজিং বোর্ড ডিঙিয়ে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো বান্ধবীর কাছে ছুটে যান তিনি। আর কম যান না তার বান্ধবীও। তিনিও সামনে এগিয়ে এসে জনসম্মুখেই ক্রিস্টালদোর ঠোঁঠে চুমু খান। রোমান্সে জড়ানোর ওই মুহূর্তে দুজনের কারোরই খেয়াল ছিল না যে গোল বাতিল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরমধ্যেই ভাইরাল হয়েছে চুমু খাওয়ার মুহূর্তের ছবি। আর অনেকেই মজা করে বলতে শুরু করেছেন, গোল যেহেতু বাতিল হয়েছে, তাই চুমুও ফেরত নিতে হবে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App