×

জাতীয়

করাইল বস্তিতে হেলথ স্বাস্থ্যসেবা ক্যাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪২ পিএম

করাইল বস্তিতে হেলথ স্বাস্থ্যসেবা ক্যাম্প

করাইল বস্তিতে তিন দিনের স্বাস্থ্যসেবা ক্যাম্পের কার্যক্রম

সুবিধাবঞ্চিতদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিসহ বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শে হেলথ স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করেছে ডিজিটাল হেলথ সাবসিডিয়ারি টেলিনর হেলথ নামের একটি সংস্থা। আজ রবিবার থেকে শুরু হওয়া রাজধানীর করাইল বস্তিতে তিন দিনের এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ক্যাম্প।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, টেলিনর হেলথ এর হেড অব সেলস, ব্র্যান্ড এন্ড পিআর তৌহিদুল আলম, কর্পোরেট বিজনেজ লীড পারভেজ আহমদ, ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার আলিফ আল মোহাম্মদ প্রমূখ।

ক্যাম্পেইন চলাকালীন ডেঙ্গু সচেতনতায় বস্তিবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ফ্রি মেডিকেল চেক-আপ, ডেঙ্গু পরীক্ষাসহ সব ধরণের মেডিকেল টেস্টের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে এ ক্যাম্পে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App