×

জাতীয়

ওমর ফারুক হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত, বিপুল অস্ত্র উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ এএম

ওমর ফারুক হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত, বিপুল অস্ত্র উদ্ধার
টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী ও ওমর ফারুক হত্যার প্রধান আসামি নুর মোহাম্মদ (৩৪) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি এলজি, ১টি থ্রি কোয়াটার, ১৮ রাউন্ড গুলি, ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানা পুলিশের ওসি তদন্ত সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে নুর মোহাম্মদের দেয়া তথ্য মতে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা (২৭ নং রোহিঙ্গা ক্যাম্প) পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে। পুলিশ জানায় ৩১ আগস্ট সকালে ইয়াবা গডফাদার, ওমর ফারুক হত্যা সহ একাধিক মামলার আসামি ও আরসা বা আল ইয়াকিনের অন্যতম নেতা নুর মোহাম্মদকে আটক করা হয়। তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, তার গড়ে তোলা নিজস্ব বাহিনীর আস্তানায় বিপুল সংখ্যক অস্ত্র মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ওসি তদন্ত এবিএস দোহার নেতৃত্বে একদল পুলি ঘটনাস্থলে গেলে অপরাপর সন্ত্রাসীরা নুর মোহাম্মদ ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ওসি তদন্ত, কনস্টেবল রাশেদল, অন্তর চৌধুরী আহত হলে পুলিশ জান মাল রক্ষার্থে পাল্টা গুলি চালায়। বেশ কিছু সময় গুলি বিনিময় হওয়ার পর ঘটনাস্থল থেকে ওই সন্ত্রাসী উগ্রপন্থী সংগঠনের স্ব ঘোষিত নেতা নুর মোহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ আরো জানায় ৪০/৫০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এক পর্যায়ে সন্ত্রাসী পিছু হটলে ঘটনাস্থল থেকে ওইসব অস্ত্র সহ নুর মোহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ভোর ৫.৫০ টায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নুর মোহাম্মদ নিহত হয়। তার বিরুদ্ধে সরকারি অস্ত্র লুট, হত্যা ও ইয়াবার মামলা রয়েছে। সম্প্রতি ২২ আগস্ট স্থানীয় যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার প্রধান আসামি সে। ওইদিন থেকে তাকে পুলিশ খুঁজছিল। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য ওমর ফারুক হত্যার ঘটনায় পুলিশের দ্রুত ব্যবস্থা ও রোহিঙ্গা সন্ত্রাসী নিধনে টেকনাফ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশি রোহিঙ্গা সন্ত্রাসী নিধনে পুলিশের এ অভিযান অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App