×

খেলা

লেমোসকে ছাড়ছে না আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০২:২২ পিএম

লেমোসকে ছাড়ছে না আবাহনী
পর্তুগিজ কোচ মারিও লেমোসকে ছাড়ছে না আবাহনী। আগামী মৌসুমেও কোচের দায়িত্বে থাকছেন তিনি। নতুন মৌসুম নিয়ে তার সঙ্গে ক্লাবের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই কোচ। গত স্বাধীনতা কাপের আগে আবাহনীর দায়িত্ব নেন লেমোস। স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা জিততে ব্যর্থ হলেও এএফসি কাপে দারুন চমক দেখিয়েছেন তিনি। পিয়ংইয়ংয়ে অ্যাওয়ে ম্যাচে এপ্রিলের বিপক্ষে হেরে এএফসি কাপে আবাহনীর স্বপ্নযাত্রা থেমে গিয়েছে। কিন্তু থামার আগ পর্যন্ত যা করে দেখিয়েছে, তা ক্লাবটির জন্য ইতিহাস। যে আবাহনী এএফসি প্রেসিডেন্টস ও এএফসি কাপে সাতবার খেলে গ্রুপ পর্ব পেরোতে পারেনি, তাদের এবার এএফসি কাপের ইন্টার জোনাল ফাইনালের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন লেমোস। প্রায় ভঙ্গুর একটি দল নিয়ে এএফসি কাপে ইতিহাস গড়া সেনাপতি লেমোস। তার অধীনেই প্রথমবারের মতো এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা পার হয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আর সেরা চমকটা আবাহনী দিয়েছে ইন্টার সেমিজোনে ২০১০ বিশ্বকাপ খেলা উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভকে হোমম্যাচে ৪-৩ গোলে হারিয়ে। যদিও দ্বিতীয় লেগে পিয়ংইয়ংয়ে ২-০ গোলে হেরে আরো বড় ইতিহাস গড়া হয়নি। সেমিফাইনালে উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে এমন ভাঙাচোরা দল নিয়ে আবাহনী সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তারাও ছিলেন উদ্বিগ্ন। কিন্তু সেই দল নিয়েও উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে জিতে মাঠ ছাড়েন লেমোস। এমন কোচকে তো ধরে রাখতে চাইবেই আকাশি-নীল জার্সিধারীরা। উত্তর কোরিয়ায় ফিরতি পর্ব খেলে ঢাকায় ফেরার পথে বেইজিংয়ে বসে নিজের ভবিষ্যতের কথা শোনান লেমোস, পরবর্তী মৌসুম নিয়ে ইতোমধ্যে ক্লাবের সঙ্গে আলাপ হয়েছে। আবাহনীর সঙ্গেই থাকছি বলে আশাবাদী। এ ছাড়া এই মৌসুমের মেয়াদও তো এখনো শেষ হয়নি। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ পর্যন্ত এখনো চুক্তি আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App