×

বিনোদন

মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৩:৫০ পিএম

মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক
মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক
মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক
মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক
মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক
মনীষীদের নিয়ে ঢাকার মঞ্চে পাঁচ নাটক
বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক নাটক ঢাকার মঞ্চে নতুন কিছু নয়। এর আগে সক্রেটিস থেকে রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, লালন ফকির, শাহ আবদুল করিম, হাছন রাজা এবং সম্প্রতি কালিদাসকে নিয়ে নাটক মুগ্ধ করেছে ঢাকার মঞ্চ নাটকের দর্শকদের। এরই ধারাবাহিকতায় ঢাকার মঞ্চে এবার যুক্ত হলো আরেকটি নতুন নাটক। চন্দ্রকলা থিয়েটার মঞ্চে এনেছে ‘শেখ সাদী’। জীবনীভিত্তিক পাঁচ নাটকের খবর নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। লিখেছেন শাহনাজ জাহান
হাছনজানের রাজা সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষণশ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ও মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। এটি মঞ্চে এনেছে প্রাঙ্গণেমোর। গত ১৬ আগস্ট জাতীয় নাট্যশালায় নাটকটির সবশেষ মঞ্চায়ন হয়। এ নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সঙ্গীত পরামর্শক সেলিম চৌধুরী এবং সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু। আলোক পরামর্শক ঠাণ্ডু রায়হান এবং আলোক পরিকল্পনা করেছেন তৌফিক আজীম রবিন। পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন, টুসি, রুমা প্রমুখ। মাইকেল মধুসূদন ২০১৭ সালের ২৬ জানুয়ারি ঢাকার মঞ্চে উদ্বোধন হয় নাটক ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’র। নাটকটি প্রাঙ্গণেমোরের দ্বাদশ প্রযোজনা। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন ও নাটকে ‘মাইকেল’ চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা। নির্দেশক জানান, গত জুন মাস থেকে ‘মাইকেল মধুসূদন’ নামেই মঞ্চস্থ হচ্ছে ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’ নাটকটি। নাটকে মাইকেল মধুসূদনের চরিত্রে অভিনয় করেছেন নির্দেশক অনন্ত হিরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু। আরো অভিনয় করেছেন শুভেচ্ছা রহমান। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীতের পরিকল্পনা করেছেন রামিজ রাজু এবং আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। আষাঢ়স্য প্রথম দিবসে কবি কালিদাসকে অবলম্বন করে রচিত হয়েছে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নিদের্শনা দিয়েছেন অলোক বসু। সম্প্রতি নাটকটি মঞ্চে এনেছে থিয়েটার ফ্যাক্টরি। গতকাল শুক্রবার মহিলা সমিতি মঞ্চে নাটকটির চতুর্থ প্রদর্শনী হয়। নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির। সঙ্গীত, পোশাক ও দ্রব্যসামগ্রী পরিকল্পনা করেছেন রামিজ রাজু, মহসিনা আক্তার ও শামসুন নাহার বিউটি। কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ। অভিনয় করছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, আর কে এম মোহ্সেন, সুমন মণ্ডল বানি, অলোক বসু, মিশাল সমাপ্ত, সুরভী রায়, নবীনূর রহমান জুয়েল, সঙ্গীতা বড়ুয়া প্রমুখ। মহাজনের নাও মরমি সাধক শাহ আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর নাটক ‘মহাজনের নাও’। শাকুর মজিদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিশ্ব নাট্যোৎসব, লন্ডনের টাওয়ার হ্যামলেটস নাট্যোৎসবে অংশগ্রহণ ছাড়াও ভারতের আসামের শিলচর, ত্রিপুরার আগরতলা ও বেলুনিয়া, কুচবিহার ছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন নাট্যোৎসবে নাটকটির প্রদর্শনী হয়েছে। ২০১০ সাল থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ নাটকটির প্রদর্শনী অব্যাহত রয়েছে। এই নাটকে অভিনয় করছেন আহাম্মেদ গিয়াস, আনছার আলী, আসাদুল ইসলাম, শাহ সালাউদ্দিন, সোনিয়া হাসান, লিঠু মণ্ডল, তানভীর, রাসেল ইমরান প্রমুখ। শেখ সাদী পারস্যের মহাকবি শেখ সাদীকে নিয়ে চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করেছে ইতিহাসভিত্তিক একক নাটক ‘শেখ সাদী’। মহাকবি শেখ সাদীর জীবন ও কাজ নিয়ে নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা ও নাম ভূমিকায় একক অভিনয় করেছেন এইচ আর অনিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। এটি চন্দ্রকলা থিয়েটারের ১৮তম প্রযোজনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App